মোঃ ইসরাফিল হোসেনঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ২২ মার্চ ২০২৪ খ্রিঃ ০১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গন্ডগোহালী গ্রামস্থধৃত ১নং আসামী মোঃ মমিন হোসেন (২৬) এর দেখানো মতে পলাতক ২নং আসামী মোঃ সোহান (২৩) (১নং ধৃত আসামীর ছোট ভাই) এর শয়নঘরের খাঁটের নিচ হইতেঅপারেশন পরিচালনা করে নি¤œলিখিত চোরাই মালামাল উদ্ধারসহ আসামী ১। মোঃ মমিন হোসেন (২৬), পিতা-মোঃ আঃ কুদ্দুস, মাতা-মোছাঃ মর্জিনা বেগম,সাং-গন্ডগোহালী, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহ কে গ্রেফতার করে।
উক্ত সময় অন্যান্যপলাতক আসামী ২। মোঃ সোহান (২৩), উভয় পিতা-মোঃ আঃ কুদ্দুস, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, ৩। মোঃ সোহান (২১), পিতা-মোঃ আবু বাক্কার সিদ্দিক,মাতাÑমনোয়ারা বেগম, সর্ব সাং-গন্ডগোহালী, ৪। মোঃ সাব্বির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুস সবুর ওরফে বাবু, সাং-কাঁঠালবাড়িয়া, সর্ব থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীসহ অজ্ঞাতনামা আরো ০২-০৩জনধৃত আসামী
মোঃ মমিন হোসেন (২৬) এর বসতবাড়ী হতে কৌশলে পালিয়ে যায়।উল্লেখ্য যে,গত-১৪/০৩/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান-০৯.০০-১০.৩০ ঘটিকার মধ্যে ঢাকা হইতে রাজশাহী অভিমুখে আসার পথেপুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজার সংলগ্ন ভাঙ্গা ব্রীজের সামনে বাদী মোঃ লালন (৩৮) এর০২টন বিশিষ্ট মিনিট্রাকটির গতি কমালে কে বা কাহারা তার মিনিট্রাকে থাকা ত্রিপাল দিয়ে বাঁধা এ্যাডভ্যান্স ক্রপ কেয়ার এর ৬০৯ কার্টুন কীটনাশক মালামালগুলোর ত্রিপাল কেটে অভিনব কায়দায় তিন ধরনের ২৯ (উনত্রিশ) কার্টুন এ্যাডভ্যান্স ক্রপ কেয়ার এর কীটনাশক, যার আনুমানিক মূল্য-৩,৪৮,০০০/-(তিন লক্ষ আটচল্লিশ হাজার) টাকা চুরি করে।
বাদী বিষয়টি গত-২০/০৩/২০২৪ তারিখ মৌখিকভাবে র্যাব-৫, রাজশাহীকে জানালে সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল উর্দ্ধতন কর্র্তৃপক্ষের নির্দেশেক্রমে কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারী চালায়।
এরই একপর্যায়ে গত-২১/০৩/২০২৪ তারিখ সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক টহল দল তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বরঃ ০১৭৮৫-৪০৭৭৩১ ট্রেকিং করে উক্ত মোবাইল নম্বরের ব্যক্তিমোঃ মমিন হোসেন (২৬), পিতা-মোঃ আঃ কুদ্দুস, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-গন্ডগোহালী, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে সনাক্ত করে তার বসতবাড়িতে পৌঁছামাত্র ০৬-০৭জন অজ্ঞাতনামা ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়েপালানোর চেষ্টাকালে বর্ণিত ১নং আসামী মোঃ মমিন হোসেন (২৬)’কে আটক করেন এবং অপর আসামীরা বসতবাড়ির পিছন গেট দিয়ে কৌশলে পালিয়ে যায়।
অনেক লোকজনের উপস্থিতিতে র্যাবের টহল দল ধৃত ব্যক্তির বসতবাড়ীসহ আশেপাশে তল্লাশি করাকালে ধৃত ১নং আসামী মোঃ মমিন হোসেন (২৬) এর দেখানো মতে পলাতক ২নং আসামী মোঃ সোহান (২৩) (১নং ধৃত আসামীর ছোট ভাই) এর শয়নঘরের খাঁটের নিচ হইতে নি¤œ বর্ণিত আলামত উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল বাদী মোঃ লালন(৩৮) এর চোরাই যাওয়া মালামাল, যা বাদী ও বাদীর মিনিট্রাকের ড্রাইভার চিহিৃত করেন।উক্ত আসামীগদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় চুরি মামলা রুজু হয়েছে।
উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ
১। ১৩৮ প্যাকেট বেনকার্ব ৫০ ডব্লিউ পি, এ্যাডভ্যান্স ক্রপ কেয়ার লিঃ এর কীটনাশক, মূল্য অনুমান-
(১৩৮ী৬৮০)=৯৩,৮৪০-/(ত্রিরানব্বই হাজার আটশত চল্লিশ) টাকা।
২। ১৮ বোতল প্লানোমিক্স নিংগইন এগ্রোকেম লিঃ এর কীটনাশক, মূল্য অনুমান-(১৮ী৫১০)=৯,১৮০/-(নয়হাজার
একশত আশি) টাকা।
৩। ৪৮ বোতল ইকোপ্লাস রেডিক্যাল ক্রপ সায়েন্স লিঃ এর কীটনাশক, মূল্য অনুমান-(৪৮ী১৬৫)=৭,৯২০/-(সাতহাজার
নয়শত বিশ) টাকা।
৪। অশরল ঈবৎধসরপং খঃফ এর ১৩ প্যাকেট জঙঝঅ ওঘঘঙঠঅঞওঠঊ ঝঅঘওঞঅজণডঅজঊ
ঝঙখটঞওঙঘ ঝঊঅঞ ঈঙঠঊজ, মূল্য অনুমান-(১৩ী২০০০/-)=২৬,০০০/(ছাব্বিশ হাজার) টাকা।
৫ একটি সিলিং ফ্যান, মূল্য অনুমান-২০০০/-(দুই হাজার) টাকা।
৬। একটি পুরাতন ব্যবহৃত লাল কালো রংয়ের রেজিঃবিহীন ঞঠঝ-১১০ ঈঈ মোটরসাইকেল, যার ইঞ্জিন নং-
ঈঋ১খক১৫০৩৬৫১ও চেসিস নং- চঝ৬২৫ঈঋ১৪খ৬ই১৭২৯১, মূল্য অনুমান-১,০০,০০০/-(এক লক্ষ)
টাকা।
৭। একটি পুরাতন কালো ঙচচঙ মডেলের এন্ড্রয়েড ফোন, মূল্য অনুমান-৫০০০/-(পাঁচ হাজার) টাকা।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী মোঃ মমিন হোসেন (২৬) অকপটে স্বীকার করে যে, সে চুরির মূলহোতা মোঃ সাব্বির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুস সবুর, সাং-কাঁঠালবাড়িয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীসহ অন্যান্য পলাতক আসামীদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বর্ণিত ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় মালবাহী ট্রাকগুলোর গতি কমানোর সময় অভিনব কায়দায় ট্রাকের উপর উঠিয়া ট্রাকের মালামাল চুরি করিয়া আসছে এবং ঘটনার দিন বাদী মোঃ লালন এর চোরাই যাওয়া মালামালগুলিও একই অভিনব কায়দায় বর্ণিত আসামীগন চুরি করে মর্মে স্বীকার করে। আসামীগন খুবই দুঃধর্ষ এবং খারাপ স্বভাবের। তাদের চুরি ছাড়া অন্য কোন পেশা নেই, তাহারা ভবঘুরে স্বভাবেরমর্মে স্থানীয়ভাবে জানা যায়।
৩। গ্রেফতারকৃত উক্ত আসামীকে এবং পলাতক আসামীগনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার পুঠিয়া থানায় উদ্ধারকৃত চোরাই মালামালসহ এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।
অভিনব কায়দায় চোরাইকৃত বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধারসহ আসামী গ্রেফতার অভিযান
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ২২ মার্চ ২০২৪ খ্রিঃ ০১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গন্ডগোহালী গ্রামস্থধৃত ১নং আসামী মোঃ মমিন হোসেন (২৬) এর দেখানো মতে পলাতক ২নং আসামী মোঃ সোহান (২৩) (১নং ধৃত আসামীর ছোট ভাই) এর শয়নঘরের খাঁটের নিচ হইতেঅপারেশন পরিচালনা করে নিম্নলিখিত চোরাই মালামাল উদ্ধারসহ আসামী
১। মোঃ মমিন হোসেন (২৬), পিতা-মোঃ আঃ কুদ্দুস, মাতা-মোছাঃ মর্জিনা বেগম,সাং-গন্ডগোহালী, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহ কে গ্রেফতার করে। উক্ত সময় অন্যান্যপলাতক আসামী ২। মোঃ সোহান (২৩), উভয় পিতা-মোঃ আঃ কুদ্দুস, মাতা-মোছাঃ মর্জিনা বেগম,
৩। মোঃ সোহান (২১), পিতা-মোঃ আবু বাক্কার সিদ্দিক,মাতাÑমনোয়ারা বেগম, সর্ব সাং-গন্ডগোহালী, ৪। মোঃ সাব্বির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুস সবুর ওরফে বাবু, সাং-কাঁঠালবাড়িয়া, সর্ব থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীসহ অজ্ঞাতনামা আরো ০২-০৩জনধৃত আসামী
১। মোঃ মমিন হোসেন (২৬) এর বসতবাড়ী হতে কৌশলে পালিয়ে যায়।উল্লেখ্য যে,গত-১৪/০৩/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান-০৯.০০-১০.৩০ ঘটিকার মধ্যে ঢাকা হইতে রাজশাহী অভিমুখে আসার পথেপুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজার সংলগ্ন ভাঙ্গা ব্রীজের সামনে বাদী মোঃ লালন (৩৮) এর০২টন বিশিষ্ট মিনিট্রাকটির গতি কমালে কে বা কাহারা তার মিনিট্রাকে থাকা ত্রিপাল দিয়ে বাঁধা এ্যাডভ্যান্স ক্রপ কেয়ার এর ৬০৯ কার্টুন কীটনাশক মালামালগুলোর ত্রিপাল কেটে অভিনব কায়দায় তিন ধরনের ২৯ (উনত্রিশ) কার্টুন এ্যাডভ্যান্স ক্রপ কেয়ার এর কীটনাশক, যার আনুমানিক মূল্য-৩,৪৮,০০০/-(তিন লক্ষ আটচল্লিশ হাজার) টাকা চুরি করে।
বাদী বিষয়টি গত-২০/০৩/২০২৪ তারিখ মৌখিকভাবে র্যাব-৫, রাজশাহীকে জানালে সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল উর্দ্ধতন কর্র্তৃপক্ষের নির্দেশেক্রমে কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারী চালায়। এরই একপর্যায়ে গত-২১/০৩/২০২৪ তারিখ সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক টহল দল তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বরঃ ০১৭৮৫-৪০৭৭৩১ ট্রেকিং করে উক্ত মোবাইল নম্বরের ব্যক্তিমোঃ মমিন হোসেন (২৬), পিতা-মোঃ আঃ কুদ্দুস, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-গন্ডগোহালী, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে সনাক্ত করে তার বসতবাড়িতে পৌঁছামাত্র ০৬-০৭জন অজ্ঞাতনামা ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়েপালানোর চেষ্টাকালে বর্ণিত ১নং আসামী মোঃ মমিন হোসেন (২৬)’কে আটক করেন এবং অপর আসামীরা বসতবাড়ির পিছন গেট দিয়ে কৌশলে পালিয়ে যায়।
অনেক লোকজনের উপস্থিতিতে র্যাবের টহল দল ধৃত ব্যক্তির বসতবাড়ীসহ আশেপাশে তল্লাশি করাকালে ধৃত ১নং আসামী মোঃ মমিন হোসেন (২৬) এর দেখানো মতে পলাতক ২নং আসামী মোঃ সোহান (২৩) (১নং ধৃত আসামীর ছোট ভাই) এর শয়নঘরের খাঁটের নিচ হইতে নি¤œ বর্ণিত আলামত উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল বাদী মোঃ লালন(৩৮) এর চোরাই যাওয়া মালামাল, যা বাদী ও বাদীর মিনিট্রাকের ড্রাইভার চিহিৃত করেন।উক্ত আসামীগদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় চুরি মামলা রুজু হয়েছে।
উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ
১। ১৩৮ প্যাকেট বেনকার্ব ৫০ ডব্লিউ পি, এ্যাডভ্যান্স ক্রপ কেয়ার লিঃ এর কীটনাশক, মূল্য অনুমান-
(১৩৮ী৬৮০)=৯৩,৮৪০-/(ত্রিরানব্বই হাজার আটশত চল্লিশ) টাকা।
২। ১৮ বোতল প্লানোমিক্স নিংগইন এগ্রোকেম লিঃ এর কীটনাশক, মূল্য অনুমান-(১৮ী৫১০)=৯,১৮০/-(নয়হাজার
একশত আশি) টাকা।
৩। ৪৮ বোতল ইকোপ্লাস রেডিক্যাল ক্রপ সায়েন্স লিঃ এর কীটনাশক, মূল্য অনুমান-(৪৮ী১৬৫)=৭,৯২০/-(সাতহাজার
নয়শত বিশ) টাকা।
৪। অশরল ঈবৎধসরপং খঃফ এর ১৩ প্যাকেট জঙঝঅ ওঘঘঙঠঅঞওঠঊ ঝঅঘওঞঅজণডঅজঊ
ঝঙখটঞওঙঘ ঝঊঅঞ ঈঙঠঊজ, মূল্য অনুমান-(১৩ী২০০০/-)=২৬,০০০/(ছাব্বিশ হাজার) টাকা।
৫ একটি সিলিং ফ্যান, মূল্য অনুমান-২০০০/-(দুই হাজার) টাকা।
৬। একটি পুরাতন ব্যবহৃত লাল কালো রংয়ের রেজিঃবিহীন ঞঠঝ-১১০ ঈঈ মোটরসাইকেল, যার ইঞ্জিন নং-
ঈঋ১খক১৫০৩৬৫১ও চেসিস নং- চঝ৬২৫ঈঋ১৪খ৬ই১৭২৯১, মূল্য অনুমান-১,০০,০০০/-(এক লক্ষ)
টাকা।
৭। একটি পুরাতন কালো ঙচচঙ মডেলের এন্ড্রয়েড ফোন, মূল্য অনুমান-৫০০০/-(পাঁচ হাজার) টাকা।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী মোঃ মমিন হোসেন (২৬) অকপটে স্বীকার করে যে, সে চুরির মূলহোতা মোঃ সাব্বির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুস সবুর, সাং-কাঁঠালবাড়িয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীসহ অন্যান্য পলাতক আসামীদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বর্ণিত ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় মালবাহী ট্রাকগুলোর গতি কমানোর সময় অভিনব কায়দায় ট্রাকের উপর উঠিয়া ট্রাকের মালামাল চুরি করিয়া আসছে এবং ঘটনার দিন বাদী মোঃ লালন এর চোরাই যাওয়া মালামালগুলিও একই অভিনব কায়দায় বর্ণিত আসামীগন চুরি করে মর্মে স্বীকার করে।
আসামীগন খুবই দুঃধর্ষ এবং খারাপ স্বভাবের। তাদের চুরি ছাড়া অন্য কোন পেশা নেই, তাহারা ভবঘুরে স্বভাবেরমর্মে স্থানীয়ভাবে জানা যায়।
গ্রেফতারকৃত উক্ত আসামীকে এবং পলাতক আসামীগনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার পুঠিয়া থানায় উদ্ধারকৃত চোরাই মালামালসহ এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।