র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাগমারা হতে ৫ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেফতার

র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাগমারা হতে ৫ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেফতার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা হতে ০৫ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেফতার।

ইং ৩০ মার্চ ২০২৪ তারিখ বিকাল-১৬.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ পৌরসভাস্থ চাঁনপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী ১। মোঃ জুয়েল রানা (৩৫), পিতা-মৃত অছিম উদ্দিন, সাং-দানগাছী ও ২। মোঃ মুরাদ হোসেন (৩২), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-দেউলিয়া, ৩। মোঃ আলী (৩৫), পিতা-মোঃ আব্দুল মান্নান, ৪। মোঃ সোহেল রানা (৩৪), পিতা-মোঃ জামাল উদ্দিন, উভয় সাং-চাঁনপাড়া, ৫। খাঁজা মঈনুদ্দিন (২৮), পিতা-আব্দুল জব্বার, সাং-বাছড়া, সর্ব থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং চাঁদা আদায়কৃত নগদ টাকা=৩২২০/-, চাঁদা আদায়ের রশিদ -১৮ টি, টালী খাতা-০১টি, চাঁদা আদায় রশিদ বই-০১টি, মোবাইল-০৬টি, সীম কার্ড-১০টি উদ্ধার করে।

উক্ত আসামীগন বাগমারা থানার ভবানীগঞ্জ পৌরসভার অন্যতম চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, ইজিবাইক এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে।

ধৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় চাঁদাবাজি মামলা রুজু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *