নিজস্ব প্রতিবেদক:
“সেবাই পরম ধর্ম” জরুরি সেবা সহ সকল রোগের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন, তাহেরপুর রয়্যাল আল্ট্রাসাউন্ড হসপিটাল।
মাত্র ১০০ টাকা’য় রাজশাহীর বাগমারা তাহেরপুরে রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালে গর্ভবতী মায়ের সেবা, প্রসব কালিন সেবা, প্রসব পরবর্তী সেবা, মা ও শিশুর স্বাস্থ্য সেবার লক্ষ্যে মাত্র ১০০ টাকায় আউটডোর সেবা চালু হয়েছে।
এখানে প্রতিদিন আউটডোরে রোগী দেখবেন ডাঃ প্রিয়াঙ্কা ভৌমিক এমবিবিএস পিজিটি (গাইনী এন্ড অবস্), সিএমইউ(আল্ট্রা)।
এছাড়া, প্রতিদিন বিকেলে থাকছে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখানোর ব্যবস্থা। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও নরমাল ডেলিভারি, ডিজিটাল এক্স-রে,কালার ডপলার আল্ট্রাসাউন্ড, ইসিজি,অত্যাধুনিক প্যাথলজি দক্ষ মিড ওয়াইফ দ্বারা নরমাল ডেলিভারি সুবিধা, সকল অপারেশনের সুব্যবস্থা।
রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল, খন্দকার মসজিদ সংলগ্ন,তাহেরপুর পৌরসভা, রাজশাহী। আসুন সেবা নিন, সুস্থ থাকুন।