মিজানুর রহমান:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্নদানকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা দিবসে পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল ৮ ঘটিকায় স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নিহত সকল শহীদ মুক্তিযোদ্ধা প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করে এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
কিছু সময় নীরব থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পুস্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এস.এম জিয়াউদ্দিন টিপু,সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন,তাহেরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী,
তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন, প্রভাষক এবাদুল হক শাহানা,প্রভাষক মাজেদুর রহমান, প্রভাষক মিজানুর রহমান লালন,সহ-দপ্তর সম্পাদক জাহিদ আকরাম, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা কোরবান খাঁ,ছাত্রলীগ নেতা স্বাধীন, ছাত্রলীগ নেতা শামীম আহমেদ প্রমুখ।