স্টাফ রিপোর্টারঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি বাঙালি জাতির জন্য গভীর শোক ও বেদনার। একই সঙ্গে জাতির জনককে হত্যার কলঙ্কিত নজির স্থাপনের দিনও।
১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য।
এর পেছনে ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর দিনটি জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে গ্রামীন ব্যাংক পুঠিয়া জিউপাড়া শাখা, পুঠিয়া এরিয়া, রাজশাহী যোন এর উদ্দ্যোগে ব্যাংকের সদস্যদের মাঝে বৃক্ষ চারা দেওয়া হয় এবং আশেপাশে দেশব্যাপী বৃক্ষ রোপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী যোনের পুঠিয়া এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান , প্রোগ্রাম অফিসার মোঃ সামসুদ্দোহা, গ্রামীণ ব্যাংক জিউপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ কাজী মোফাজ্জেল আহম্মাদ,সেকেন্ড ম্যানেজার মোঃ গোলাম রাব্বানী সহ অত্র শাখার সকল সহকর্মীবৃন্দ।
বৃক্ষ রোপন কর্মসূচি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।