What to check before buying a used laptop

অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি

ইনফরমেশন চেক-

বিজনেস সিরিজ নিতে হবে যেমন, HP- Elitebook / Dell- Latitude / Lenovo- Thinkpad

কনফিগারেসন চেক করার প্রসেস গুলো-

১। Bios এ গিয়ে চেক করতে হবে। For HP- Esc / Dell or Lenovo- F2 । Bios এ গিয়ে ইনফরমেশন গুলো দেখতে হবে।

২। রান এ যেতে হবে – windows+r তারপর dxdiag প্রেস করতে হবে।

৩। কম্পিউটার প্রপারটিজ থেকে চেক করে নিতে হবে।

৪। Taskbar থেকে Task Manager গিয়ে Performance এর মধ্যে অন্যান্য তথ্য ডিটেলস চেক করতে হবে।

  • CPU থেকে core চেক করা যাবে । 1-7 gen হলে কোর হবে দুই। 8 Gen হলে কোর হবে চার।
  • Memory থেকে RAM বাড়ানো যাবে কি না দেখা যাবে।
  • Disk থেকে হার্ডডিস্ক না SSD চেক করা যাবে।

ফিজিক্যাল চেক

১। কিবোর্ড টেস্ট – Online Keyboard Test

২। হার্ডডিস্ক বা SSD হেলথ চেক – HDD helth check দিয়ে গুগলে সার্চ করে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে।

২। সাউন্ড চেক

Sound Icon থেকে Sound এ গিয়ে Playback থেকে Speakers সিলেক্ট করে Configure এ ক্লিক করে Test করতে হবে। পাশাপাশি অনলাইন থেকে মিউজিক ওপেন করেও দেখতে হবে।

পাশাপাশি পিসি বা অনলাইন থেকে ভয়েজ রেকোর্ড করে দেখতে হবে।

৩। ক্যামেরা চেক

Windows থেকে ক্যামেরা সার্চ করে ওপেন করে চেক করতে হবে। তাছাড়া অনলাইনেও চেক করা যাবে।

৪। ব্যাটারি হেলথ চেক

Windows থেকে Command Prompt ওপেন করে powercfg /batteryreport লিখে ইন্টার প্রেস করলে কম্পিউটারে একটা লোকেশান লিঙ্ক আসবে, সেটা কপি করে কম্পিউটার থেকে সেখানে গেলেই রিপোর্ট পাওয়া যাবে। +

৫। অতিরিক্ত গরম হয় কি না চেক করতে হবে

নিজে খেয়াল করতে হবে বা সফটওয়্যার ডাউনলোড করেও চেক করা যাবে। Temperature 50 এর ওপরে না যাওয়াইও ভালো।

৬। ডিসপ্লে চেক।

Desktop থেকে Display Setting এ গিয়ে ব্যাসিক ইনফরমেশন চেক করা যাবে, তাছাড়া ইউটিউব থেকে থেকে 4K ভিডিও ওপেন করেও চেক করা যাবে।

Advance চেক করার জন্য- Google এ Online Display Check লিখে সার্চ করে eizo.be সাইটে গিয়ে চেক করতে হবে।

৭। USB port, Charging port,Touchpad,Fingerprint, Bluetooth, Wifi ইত্যাদি চেক করতে হবে।

৮। গ্যারান্টি / ওয়ারেন্টি ভালো ভাবে বুঝে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *