মোঃমাহাবুল্লাহ হাসান

কবিতা

জীবনযাপন

“নিথর জীবন ”

মোঃমাহাবুল্লাহ হাসান

উৎসর্গঃ প্রথম রামজান (২৪/০৪/২০২৩ইং রোজঃ শুক্রবার )

শেষে পশ্চিমা আকাশের চাঁদ ও তার নিজ বরাবর গ্রহকে নিয়ে রচিত।

দেখিয়া পশ্চিম আকাশে এক দর্শী তরে,

চাঁদ শুক্র এক ঘরে।

বিচলিত নয় এক বিশ্বাসীময়,

দেখিয়া তারে যেও না বিভোরে।

ধর্মেই তাহার চিকন সরু, কর্মের কিছুক্ষণ।

কিয়ামতের সন্নিকটেই উদিত সেই বলিষ্ঠবান।

বিশ্বাসেই তুমি খুলিয়া লও আত-তাবরান,

দৃঢ় প্রত্যয় প্রথমা রমজানে হরফে আরিবীয়ান।

এক সন্ন্যাসী গ্রহ যেন শুকতারাই।

কখনো আগে তবো নাকি পরে,

দেখা যায় চাঁদের অন্তরে।

অনঃরিক্ত কাল ভুলিয়া মহল, নাকি উল্কা,

নাকি গ্যালাক্সির ঝান্ডা,

আগন্তুক এক ক্ষালিত কাল।

তবো এক বিষ্ময়ী দেখো হে মহল।

মরুর বুকে উঠিয়ে জেগে সবুজের উদ্যান,

ফুরাত নদী শুকিয়ে যাবে খুঁজবে স্বর্ণের পাড়,

বিচলিত হয়ে জাতিগুলো হারাবে জীবনভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *