চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজশাহী

এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার(২৩ এপ্রিল) ভোরে ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখার পর বিজিবির সহায়তায় পুলিশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা বিএসএফের গুলিতে ঐ ব্যক্তি মারা গেছে।

তবে বিজিবি বলছে স্থানীয় কোন কারনে তিনি মারা গেছেন।নিহত ব্যক্তি মৃত তৈয়মুর রহমানের ছেলে সাদিকুর রহমান(৩২) সাধু ।তিনি শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের একজন গরু ব্যবসায়ী।

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান,সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার সময় লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দিলে তিনি এর সত্যতা পান।তিনি স্থানীয়দের উদৃতি দিয়ে আরও জানান,উপর চাকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোন এক সময় ভারতে চোরাচালান করতে যাবার সময় বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হলে তার অনুসারীরা সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। নিহতের গলার নিচে গুলি লেগেছে বলে মনে হচ্ছে।

এসময় তার মৃত্যু হলে তারা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে রয়েছে এবং বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল গোলাম কিবরিয়া একটি মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দুরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে লাশটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড নয়।দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোন কারনে সাদিকুর মারা গেছে।যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *