নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় নুরুন নাহার মিলি নামের এক নারীকে গ্রেফতার করেছে আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত (৬ জুলাই) বিকেলে নগরীর উপশহর নিউমার্কেট এলাকার অবস্থিত অফিস থেকে তাকে গ্রেফতার করে। নুরুন নাহার মিলি টুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সাথে জড়িত।
এছাড়াও ওই প্রতারক নারী ভুয়া কাগজপত্র তৈরী করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে অন্যের সম্মানহানি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নুরুন নাহার মিলি টুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ভারতীয় ভিসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
একজনের পাসপোর্টে ভুয়া ভিসা লাগিয়ে দেন। যা স্ক্যানে ধরা পড়ে। এ নিয়ে প্রতারিত ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকেলে ভিসা জালিয়াতির ঘটনায় প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, নুরুন নাহার মিলির নামে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। সকালে আদালতে সোপর্দ করা হবে।